1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
হিলিতে দুই দেশের কাস্টমস কর্মকর্তাদের বৈঠক
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ রাত

হিলিতে দুই দেশের কাস্টমস কর্মকর্তাদের বৈঠক

  • পোষ্ট হয়েছে : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

প্রথমবার্তা হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে ব্যবসা আরও গতিশীল করতে দু দেশের কাষ্টমস
কর্মকর্তােেদর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ভারত হিলি কাস্টমস অভ্যন্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারত হিলি কাষ্টমসের আমন্ত্রনে হিলি কাষ্টমস ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন নেতৃত্বে ৫ সদস্যের কাস্টমস প্রতিনিধি দল ভারত অভ্যন্তরে যান এবং আমদানি রফতানি আরও গতিশীল করতে ভারত কাস্টমসের সাথে বৈঠকে করেন।

এ সময় ভারত কাস্টমসের সহকারী কমিশনার দেবাশিষ মুখাজী সহ কাস্টমসের কর্মকর্তা উপস্থিত ছিলেন। কাষ্টমস সুত্রে জানাগেছে, দু দেশের আমদানি রফতানি বৃদ্ধি সহ সরকারের রাজস্ব আয় বৃদ্ধির ব্যাপারে আলোচনা করা হয়।


বাংলাদেশের কাষ্টমস প্রতিনিধি দল চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করলে তাদেরকে ওপারের কাষ্টমস কর্মকর্তারা ফুল দিয়ে বরন করেন।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর