ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আয়রন ডোম দিচ্ছে ইসরাইল ইউক্রেনকে!

  • পোষ্ট হয়েছে : ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক:ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দেওয়া যায় কিনা, তার সম্ভাব্যতা ক্ষতিয়ে দেখছে তার দেশ। আয়রন ডোম ইসরাইলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

 

ইয়েনি শাফাক জানিয়েছে, ফরাসি চ্যানেল এলসিএল-কে দেওয়া সাক্ষাৎকারে রোববার নেতানিয়াহু এ কথা জানান। তিনি বলেন, ‘পূর্ববর্তী সরকার প্রত্যাখ্যান করলেও ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি আমরা বিবেচানা করেছি। আমি বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করেছি এবং এ বিষয়ে যতটা বলা দরকার ততটাই বলেছি।’

 

তবে বিষয়টি নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে এবং অত্র অঞ্চলে ইসরাইলের স্বার্থ দেখতে হবে। সম্ভবত অন্যান্য ক্ষেত্রে ইসরাইলি অবদান থাকবে, বলেন নেতানিয়াহু।

 

ইসরাইলের নতুন সরকারের প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে আরও বলেন, ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে আসছে ইসরাইল। সেইসঙ্গে দেশটির শরণার্থীদের একটা বড় অংশকে গ্রহণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, নেতানিয়াহু তার নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করবেন।

 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন।

 

একইসঙ্গে কিয়েভকে প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য করছে দেশগুলো। কিন্তু ঘনিষ্ঠ মার্কিন মিত্র ইসরাইল সরাসরি কোনো পক্ষে অংশ না নিয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে।

 

এর আগে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ইঙ্গিত দেন নেতানিয়াহু। পরে তার এ বক্তব্যকে কেন্দ্র করে ইসরাইলকে কৌশলে সতর্ক করে রাশিয়া।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

আয়রন ডোম দিচ্ছে ইসরাইল ইউক্রেনকে!

পোষ্ট হয়েছে : ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক:ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দেওয়া যায় কিনা, তার সম্ভাব্যতা ক্ষতিয়ে দেখছে তার দেশ। আয়রন ডোম ইসরাইলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

 

ইয়েনি শাফাক জানিয়েছে, ফরাসি চ্যানেল এলসিএল-কে দেওয়া সাক্ষাৎকারে রোববার নেতানিয়াহু এ কথা জানান। তিনি বলেন, ‘পূর্ববর্তী সরকার প্রত্যাখ্যান করলেও ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি আমরা বিবেচানা করেছি। আমি বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করেছি এবং এ বিষয়ে যতটা বলা দরকার ততটাই বলেছি।’

 

তবে বিষয়টি নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে এবং অত্র অঞ্চলে ইসরাইলের স্বার্থ দেখতে হবে। সম্ভবত অন্যান্য ক্ষেত্রে ইসরাইলি অবদান থাকবে, বলেন নেতানিয়াহু।

 

ইসরাইলের নতুন সরকারের প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে আরও বলেন, ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে আসছে ইসরাইল। সেইসঙ্গে দেশটির শরণার্থীদের একটা বড় অংশকে গ্রহণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, নেতানিয়াহু তার নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করবেন।

 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন।

 

একইসঙ্গে কিয়েভকে প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য করছে দেশগুলো। কিন্তু ঘনিষ্ঠ মার্কিন মিত্র ইসরাইল সরাসরি কোনো পক্ষে অংশ না নিয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে।

 

এর আগে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ইঙ্গিত দেন নেতানিয়াহু। পরে তার এ বক্তব্যকে কেন্দ্র করে ইসরাইলকে কৌশলে সতর্ক করে রাশিয়া।