সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সন্তানের অভিভাবক হতে চলেছেন ভারতের এক রূপান্তরিত যুগল। আর এই সুসংবাদটি শেয়ার করে নিতে ইনস্টাগ্রামকেই বেছে নিলেন তারা। ফটোশুট করলেন দুজনই। ফলাফল,
মুহূর্তেই ভাইরাল ছবিগুলো। প্রতিবেদনে বলা হয়, কোঝিকোড় শহরের বাসিন্দা জিয়া ও জাহাদ তিন বছর ধরে একসঙ্গে থাকছিলেন। জিয়ার স্বপ্ন ছিল মা হওয়ার। অন্যদিকে জাহাদ চেয়েছিলেন বাবা হতে।
রূপান্তরকামী হওয়ায় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। ফলে যখন তাদের প্রথম দেখা হয়, একধরনের আত্মিক টান অনুভব করেন। জিয়ার দাবি, রূপান্তরিত দম্পতি হিসেবে ভারতে তারাই প্রথমবারের মতো স্বাভাবিকভাবে মা-বাবা হচ্ছেন। অবশ্য জন্মগতভাবে নারী হওয়ায় সন্তান ধারণ করছেন জাহাদই।
এদিকে জীবনের এই শুভক্ষণে তাদের পাশে দাঁড়িয়েছেন কিছু বন্ধু আর পরিবারের সদস্যরা। তাদের প্রতি ধন্যবাদ জানিয়েই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন দুজন। ছবির ক্যাপশনে জিয়া জানান, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। কিন্তু কখনো হার মানেননি। নতুন জীবনের স্বপ্ন দেখেছেন।