1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
ব্রয়লারের দাম ঊর্ধ্বমুখী
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫১ রাত

ব্রয়লারের দাম ঊর্ধ্বমুখী

  • পোষ্ট হয়েছে : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: স্বস্তি নেই পোলট্রি খাতে। দুই সপ্তাহে ৫০ টাকা বেড়ে ব্রয়লারের দাম কেজিতে এখন ২১০ টাকা। এতে আরও সংকটে পড়েছেন মাংসের চাহিদা পূরণে ব্রয়লারনির্ভর ক্রেতারা।

 

তবে বাজারে অন্যান্য ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল। দেশে খাদ্য নিরাপত্তায় প্রাণিজ আমিষের বড় যোগান আসে ব্রয়লার মুরগি থেকে। তুলনামূলক কম দাম থাকায় চাহিদা রয়েছে সব শ্রেণির মানুষের কাছেই। মূলত কম আয়ের ভোক্তারাই বেশি নির্ভরশীল এ মুরগির ওপর।

এক কথায় বাজার এখনও অস্থির। ব্রয়লারের দাম ঊর্ধ্বমুখী। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিন রাজধানীর কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজিতে।

এদিকে দাম বেড়েছে সোনালি মুরগিরও; বিক্রি হচ্ছে কেজিতে ২৯০ টাকা। দুসপ্তাহ আগেও যা পাওয়া যেত ২৬০ টাকায়। দাম বাড়ার কারণ নিয়ে মিশ্র মতামত বিক্রেতাদের। অতিরিক্ত দামে দিশেহারা কম আয়ের ভোক্তারা। তারা বলছেন, নিম্ন আয়ের মানুষের জন্য এত দাম দিয়ে মুরগি কেনা কষ্টকর।

আর খুচরা বিক্রেতারা বলছেন, এর আগে কখনোই এত দামে ব্রয়লার মুরগি বিক্রি হয়নি। এক মুরগি ব্যবসায়ী বলেন, ব্রয়লার মুরগির কেজি ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ইলিশ ছাড়া আগের মতোই আছে বেশিরভাগ মাছের দাম। স্বাভাবিক আছে আটা, ময়দা, ডাল, ছোলা ও তেলের দামও। রমজানে বেশি প্রয়োজনীয় এসব পণ্যের কোনো সংকট নেই। এছাড়া শীতের শেষেও সবজির সরবরাহ ভালো থাকায় বাজারে অনেক সবজি মিলছে ১০ থেকে ৩০ টাকা কেজি দরে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর