1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
জেলেনস্কি ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৩ দিন

জেলেনস্কি ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন

  • পোষ্ট হয়েছে : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: ইউক্রেনের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার জেলেনস্কি এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন।

 

এতে তিনি বলেছেন, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ওপর এ শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। খবর রয়টার্সের। এ নিয়ে গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বেশ কয়েকজন কর্মকর্তাকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ইইউর সদস্যপদ পেতে হলে আগে দুর্নীতিমুক্ত হতে হবে ইউক্রেনকে। ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডার রুসলান ডিজিউবাকে শনিবার চাকরিচ্যুত করেন জেলেনস্কি।

 

এর আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলেনস্কির একজন ঘনিষ্ঠ উপদেষ্টাসহ গত ২৪ জানুয়ারি বেশ কয়েকজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

 

পশ্চিমা দেশগুলোর আস্থা নষ্ট করতে পারে— এমন দুর্নীতির জন্য শূন্য সহনশীলতা দেখানোর জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে কিয়েভ সরকার। যারা দান করা অস্ত্রের বিশাল চালান এবং কোটি কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে দেশটি টিকিয়ে রেখেছে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর