ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা সর্বদা প্রস্তুত রাশিয়া-ইউক্রেনকে সহায়তায়: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • পোষ্ট হয়েছে : ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৬ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীন ছাড়া বিশ্বের অন্যান্য প্রধান দেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো। এ ছাড়া রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই ভারতের ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের যে কোনো প্রয়োজনে ভারত তাদের পাশে থাকতে সর্বদা প্রস্তুত রয়েছে।

 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন সংঘাতের বিষয়ে মঙ্গলবার এএনআইয়ের সঙ্গে একটি সাক্ষাত্কারে জয়শঙ্কর এসব কথা বলেন।

 

তিনি বলেন, ভারত কিছু জটিলতার মধ্যে ছিল এবং ইউক্রেনে জাপোরিঝিয়া পাওয়ার প্ল্যান্টের সুরক্ষার বিষয়ে রাশিয়ার পাশাপাশি আইএইএ (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) কে বেশ কিছু বার্তা প্রেরণ করেছে।

 

জয়শঙ্কর বলেন, গত বছরের সেপ্টেম্বরে উজবেকিস্তানে এসসিও সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় নরেদ্র মোদি পুতিনকে বলেছেন, এখন এটি যুদ্ধের সময় নয়।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার জন্য দুই দেশের প্রেসিডেন্টকে একত্র করার কথাও বলেছেন। এ ছাড়া দেশ দুটির মধ্যে চলমান সংঘাত নিরসনে সব ধরনের সহায়তার কথা বলেছেন মোদি।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

আমরা সর্বদা প্রস্তুত রাশিয়া-ইউক্রেনকে সহায়তায়: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

পোষ্ট হয়েছে : ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীন ছাড়া বিশ্বের অন্যান্য প্রধান দেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো। এ ছাড়া রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই ভারতের ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের যে কোনো প্রয়োজনে ভারত তাদের পাশে থাকতে সর্বদা প্রস্তুত রয়েছে।

 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন সংঘাতের বিষয়ে মঙ্গলবার এএনআইয়ের সঙ্গে একটি সাক্ষাত্কারে জয়শঙ্কর এসব কথা বলেন।

 

তিনি বলেন, ভারত কিছু জটিলতার মধ্যে ছিল এবং ইউক্রেনে জাপোরিঝিয়া পাওয়ার প্ল্যান্টের সুরক্ষার বিষয়ে রাশিয়ার পাশাপাশি আইএইএ (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) কে বেশ কিছু বার্তা প্রেরণ করেছে।

 

জয়শঙ্কর বলেন, গত বছরের সেপ্টেম্বরে উজবেকিস্তানে এসসিও সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় নরেদ্র মোদি পুতিনকে বলেছেন, এখন এটি যুদ্ধের সময় নয়।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার জন্য দুই দেশের প্রেসিডেন্টকে একত্র করার কথাও বলেছেন। এ ছাড়া দেশ দুটির মধ্যে চলমান সংঘাত নিরসনে সব ধরনের সহায়তার কথা বলেছেন মোদি।