1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
সরকারি ডিভাইসে নিষিদ্ধ টিকটক
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১১:০৩ রাত

সরকারি ডিভাইসে নিষিদ্ধ টিকটক

  • পোষ্ট হয়েছে : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, আন্তর্জাতিক ডেস্ক : আগামী মঙ্গলবার থেকে সব ধরনের সরকারি ডিভাইসে ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করছে কানাডা।

অ্যাপটি “গোপনীয়তা ও সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য স্তরের ঝুঁকি তৈরি করছে” কানাডার প্রধান তথ্য কর্মকর্তার এমন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিল দেশটির কর্তৃপক্ষ।

কানাডার একজন সরকারি মুখপাত্র বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

 

ইউরোপীয় কমিশন একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণার কয়েকদিন পর এ সিদ্ধান্ত নিল কানাডা। আগামী ১৫ মার্চ থেকে ইউরোপেও অ্যাপটি নিষিদ্ধ হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, অ্যাপটির নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এগুলোর পরিবর্তন প্রয়োজন।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি হতে পারে প্রথম পদক্ষেপ, এটিই হতে পারে একমাত্র পদক্ষেপ, যা আমাদের নিতে হচ্ছে। ”

এদিকে, টিকটকের একজন মুখপাত্র বলেছেন, কানাডা সরকারের এমন সিদ্ধান্তে হতাশ সংস্থাটি। শর্ট-ফর্ম ভিডিও অ্যাপটির মালিকানা চীনা ফার্ম বাইটড্যান্স লিমিটেডের।

গত বছরের শেষের দিকে ইউএস ফেডারেল কর্মচারীদের জন্য টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং সোমবার হোয়াইট হাউস সরকারি সংস্থাগুলোকে তাদের সিস্টেম থেকে ৩০ দিনের মধ্যে অ্যাপটি ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে।

এছাড়াও বেশ কয়েকটি আমেরিকান বিশ্ববিদ্যালয় তাদের নেটওয়ার্কে অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করেছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর