1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
অভিনেত্রী রোদেলা মির্জার ‘আয়না কাহিনি’
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ দিন

অভিনেত্রী রোদেলা মির্জার ‘আয়না কাহিনি’

  • পোষ্ট হয়েছে : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: ছোট পর্দার তরুণ প্রজন্মের অভিনেত্রী রোদেলা মির্জা। শোবিজে পা রাখেন ২০১৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এরপর কাজ করেন মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘বিয়ের আগে ও বিয়ের পরে’ একটি একক নাটকে।

এই নাটকের মাধ্যমেই প্রথমবার নাটকে কাজে করেন তিনি। এরপর বেশকিছু ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।

সম্প্রতি রোদেলা বেশকিছু নাটকের কাজ শেষ করেছেন। সর্বশেষ ‘আয়না কাহিনি’ শিরোনামের একটি নাটকে কাজ করেছেন এ অভিনেত্রী।

এখানে তিনি জুটি বেঁধেছেন সবুজ আশরাফ সুপ্তর বিপরীতে। নাটকটি নির্মাণ করেছেন আলমগীর সাগর।

এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু প্রমুখ। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

এ সম্পর্কে রোদেলা মির্জা বলেন, ‘অভিনয় আমার নেশায় পরিণত হয়েছে। আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। তাই ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করছি।’

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর