যাত্রাবাড়ীতে গাড়ি চাপায় প্রাণ গেল নারীর
- পোষ্ট হয়েছে : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ৬৫ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।
বুধবার (৮ মার্চ) সকালে হাসেম রোড এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, সকালে রায়েরবাগ হাশেম রোডে রাস্তা পার হওয়ার সময় কোনো একটি গাড়ি ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহত নারীর নাম পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ট্যাগ :