1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
অনলাইনে মাদক বিক্রি, আইনশৃঙ্খলা বাহিনীকে দুষছে সংশ্লিষ্ট কমিটি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০০ রাত

অনলাইনে মাদক বিক্রি, আইনশৃঙ্খলা বাহিনীকে দুষছে সংশ্লিষ্ট কমিটি

  • পোষ্ট হয়েছে : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: অনলাইনে দেদার বিক্রি হচ্ছে ইয়াবা, এলএসডি, আইসের মতো ভয়ংকর সব মাদক। দেওয়া হচ্ছে হোম ডেলিভারিও। অনলাইনে এসব মাদক বিক্রি বন্ধ না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও অধিদপ্তরকে দায়ী করছে জাতীয় মাদক নির্মূল কমিটি।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

ফেইসবুকে পেইজ খুলে দেওয়া হচ্ছে মাদকের চটকদার বিজ্ঞাপন। জানানো হচ্ছে, এই পেইজের মাধ্যমে যোগাযোগ করলেই মিলবে বিদেশি মদ, এলএসডি, আইসসহ সব ধরনের মাদক।

তবে অর্ডারের পর দিতে হবে অর্ধেক টাকা। তাহলে ঘরেই পৌঁছে দেওয়া হবে কাঙ্ক্ষিত মাদক।

অর্ডারের পর অপেক্ষা করতে হচ্ছে মাত্র কয়েক ঘণ্টা। অনলাইনে মাদক পৌঁছে দেওয়া একজন ডেলিভারী ম্যান জানান, ঢাকার যেকোনো প্রান্তেই ডোর টু ডোর সার্ভিস রয়েছে তাদের।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, করোনাকালে অনলাইনে মাদকের বিস্তার বাড়লেও এখন তা কমেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

জাতীয় মাদকদ্রব্য নির্মূল কমিটির সদস্য অরুপ রতন চৌধুরী বলেন, অনলাইনে মাদক বিক্রির দায় এড়াতে পারে না অধিদপ্তর থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশেষজ্ঞরা বলছেন, মাদকের বাহক ও ছোট ব্যবসায়ীরা গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে গডফাদাররা। এ কারণেই নির্মূল হচ্ছে না মাদক।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর