ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আরাফাত ৮৭৮০, হিরো আলম ২০৪৪

  • পোষ্ট হয়েছে : ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / ৪৮ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক: ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের পর চলছে ভোটগণনা। এরই মধ্যে ৫০টি কেন্দ্রের ভোটের প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

 

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ৮ হাজার ৭৮০ ভোট পেয়ে সবার উপরে আছেন।

 

একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ২ হাজার ৪৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান ৪৮৫ ভোট পেয়ে আছেন তৃতীয় অবস্থানে।

 

অন্যদিকে গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৩১০ ভোট, ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন ২২ ভোট, ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ২১ ভোট, ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ১৬ ভোট এবং সোনালী আঁশ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬২ ভোট। সোমবার (১৭ জুলাই) বিকেলে ৫০ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

 

এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

আরাফাত ৮৭৮০, হিরো আলম ২০৪৪

পোষ্ট হয়েছে : ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের পর চলছে ভোটগণনা। এরই মধ্যে ৫০টি কেন্দ্রের ভোটের প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

 

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ৮ হাজার ৭৮০ ভোট পেয়ে সবার উপরে আছেন।

 

একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ২ হাজার ৪৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান ৪৮৫ ভোট পেয়ে আছেন তৃতীয় অবস্থানে।

 

অন্যদিকে গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৩১০ ভোট, ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন ২২ ভোট, ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ২১ ভোট, ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ১৬ ভোট এবং সোনালী আঁশ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬২ ভোট। সোমবার (১৭ জুলাই) বিকেলে ৫০ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

 

এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে।