1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
কাটাছেঁড়া সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না : আব্বাস
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৩২ রাত

কাটাছেঁড়া সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না : আব্বাস

  • পোষ্ট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: আওয়ামী লীগ ও প্রধান বিচারপতি খায়রুল হকের রায়ের ভিত্তিতে কাটাছেঁড়া সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

‘সংবিধানের বাইরে সরকার এক চুলও যাবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে বুধবার (১৯ জুলাই) সকালে রাজধানীর আব্দুল্লাহপুরে পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দ্বিতীয় দিনের এই কর্মসূচি চলছে।

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আপনাকে বলি আমরাও সংবিধানের বাইরে যাব না। তবে কোন সংবিধান? খায়রুল হকের সংবিধান? আপনাদের কাঁটাছেড়া সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

তিনি বলেন, জনগণের নিখুঁত সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আর অত্যাচার-নির্যাতন সহ্য করা হবে না। এবার কাউকে ছেড়ে দেওয়া হবে না। এটা কারও করদ রাজ্য নয়। তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান।

রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেবেন।

পূর্বঘোষিত বিএনপির পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টা থেকে আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করে দলটির নেতাকর্মীরা। সকাল ১১টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এই পদযাত্রা শুরু হয়। যা বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর – কুড়িল – বিশ্বরোড – নতুন বাজার – বাড্ডা – রামপুরা ব্রিজ – আবুল হোটেল – খিলগাঁও – বাসাবো – মুগদাপাড়া – সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি ঘোষিত এই পদযাত্রায় অংশ নিতে সকাল ৮ থেকে আব্দুল্লাহপুর জড়ো হতে শুরু করে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই এলাকা নেতাকর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে উঠে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিচ্ছেন।

এদিকে পদযাত্রাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর