প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারের ফুড কোড থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা সরকার বিরোধী ষড়যন্ত্র করতে সেখানে সমবেত হয়েছিলেন।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্র করতে এসকেএস টাওয়ারের ফুড কোডে সমবেত হয়েছে কিছু লোক, এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, বনানী থানার বিএনপির সাবেক সভাপতি আজাদের নেতৃত্বে সেখানে সমবেত হন তারা।
আটক ৩২ জনের সবাইকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।