1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ ডেঙ্গু প্রতিরোধে পাঁচ নির্দেশনা মেনে চলার
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:২২ দিন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ ডেঙ্গু প্রতিরোধে পাঁচ নির্দেশনা মেনে চলার

  • পোষ্ট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা আগের যে কোনো বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতি সামাল দিতে দেশবাসীকে পাঁচ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

ধবার তথ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত তথ্য বিবরণী প্রকাশ করা হয়েছে।

 

তথ্য বিবরণীতে বলা হয়েছে- সারা দেশে এডিস মশা সংক্রমণের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে ডেঙ্গু রোগীর আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে।

 

এ অবস্থা থেকে উত্তরণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ জনস্বার্থে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক নিম্নবর্ণিত বার্তা প্রচার করেছে-

 

১. জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করুন।

 

২. বাসার ভেতরে ও চারপাশে, নির্মাণাধীন ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন।

 

৩. দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।

 

৪. ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

৫. অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর