1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
শাহবাজ শরীফ ও তার ছেলে অর্থপাচার মামলায় বেকসুর খালাস পেলেন
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:২৯ দিন

শাহবাজ শরীফ ও তার ছেলে অর্থপাচার মামলায় বেকসুর খালাস পেলেন

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজ অর্থপাচারের একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।

 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও তার ছেলেসহ অন্যদের বিরুদ্ধে ৭০০ কোটি রুপি পাচারের মামলা থেকে খালাস চেয়ে লাহোরের জবাবদিহিতা বিষয়ক (এনএবি) আদালতে আবেদন করা হয়। পরে এই আবেদন গ্রহণ করেছে আদালত। খবর জিও নিউজের।

 

প্রধানমন্ত্রী ও তার ছেলে ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও কয়েকজন খালাস পেয়েছেন।

তারা হলেন- নুসরাত শেহবাজ (প্রধানমন্ত্রীর স্ত্রী), জাভেরিয়া আলি (প্রধানমন্ত্রীর মেয়ে), মুহাম্মদ উসমান, মাসরুর আনওয়ার, শোয়াইব কমর, কাসিম কাইয়ুম, রশিদ কারামাত, আলি আহমেদ ও নিসার আহমেদ।

 

তবে এ মামলায় পলাতক প্রধানমন্ত্রী শাহবাজের মেয়ে রাবিয়া ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

অভিযুক্তরা তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে এনএবির অক্ষমতার ওপর ভিত্তি করে খালাস চেয়ে পিটিশন দায়ের করেছিলেন। এনএবির তদন্তকারীরাও নিশ্চিত করেছেন যে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

চলতি মাসের শুরুতে সংরক্ষিত রায় ঘোষণার সময় আদালত বলেছিল যে, অভিযুক্তদের খালাস দেওয়া ছাড়া তাদের আর কোনও উপায় নেই, কারণ এনএবি বলেছে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত নয়।

 

২০১৮ সাল থেকে শাহবাজ শরীফের বিরুদ্ধে রেফারেন্স উত্থাপন করা হয়েছে। ২০২০ সালের আগস্টে তিনি যখন জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা, তখন এই মামলা গতি পায়।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর