হিরো আলমকে হুমকি, ১৮ ঘণ্টায় যুবক গ্রেপ্তার
- পোষ্ট হয়েছে : ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ৫৩ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে সিলেটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার আবু আহমদ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
আটক আবু আহমদ দক্ষিণভাগ এলাকার সোনা মিয়ার ছেলে। সে সিলেটের মুরারিচাঁদ কলেজের স্নাতক ফাইনাল বর্ষের শিক্ষার্থী।.
এর আগে গতকাল সে ফোন করে হিরো আলমকে হত্যার হুমকি দিলে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানায় সাধারণ ডায়রি করেন হিরো আলম। জিডির সূত্র ধরে মাত্র ১৮ ঘণ্টার ভেতরেই অভিযুক্তকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটক আবু আহমদের বিরুদ্ধে জিডি হওয়ার পর থেকে আমরা তাকে ধরতে তৎপরতা শুরু করি। সে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। হাতিরঝিল থানা পুলিশের একটি টিমের কাছে তাকে হস্তান্তর করা হবে।