প্রথমবার্তা,প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।আটকের সময় তাদের হেফাজত থেকে ১২৩০৫টি ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ০৪ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা রুজু হয়েছে।