1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
যে অভিযোগ নারায়ণ মূর্তির কারিনার বিরুদ্ধে
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:২৫ রাত

যে অভিযোগ নারায়ণ মূর্তির কারিনার বিরুদ্ধে

  • পোষ্ট হয়েছে : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: বলিউড সেনসেশন কারিনা কাপুরের বিরুদ্ধে অনুরাগীদের পাত্তা না দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি বলেন, আমি একবার লন্ডন থেকে দেশে ফিরছিলাম। ওই বিমানে আমার পাশের আসনেই বসেছিলেন কারিনা কাপুর।

 

অনেক অনুরাগীই তার কাছে এসে হাই-হ্যালো বলছিলেন। কিন্তু কারিনা যেন তাতেও বিরক্ত হচ্ছিলেন। কাউকে কোনো উত্তরই দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি।

 

নারায়ণ মূর্তি আরও বলেন, আমি এমন ব্যবহার দেখে একটু অবাকই হয়েছিলাম। আমার কাছেও কয়েকজন যাত্রী এসেছিলেন, আমি সবার সঙ্গেই কথা বলেছিলাম। অনুরাগীরা এটুকুই তো আশা করেন তারকাদের কাছে।

 

অবশ্য কারিনাকে নিয়ে এমন সমালোচনা এই প্রথম নয়। ‘দাম্ভিক’ বলে নামডাক আছে কাপুর-কন্যার। এর আগেও একাধিকবার অনুরাগীদের পাত্তা না দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে তার।

 

কোনো অনুষ্ঠানে এই বিষয়ে কারিনাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তারকা বলেই যে তারও ব্যক্তিগত পরিসরে যে কারও প্রবেশাধিকার রয়েছে— তা তিনি মনে করেন না। পেশাগত দায়বদ্ধতা ছাড়া নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন কারিনা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর