পল্টন মোড়ে উত্তেজনা সমাবেশ ঘিরে
- পোষ্ট হয়েছে : ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ৫৩ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশ চলছে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে।
অন্যদিকে ‘সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল’সহ বিভিন্ন দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি। দুপক্ষের এই মহাসমাবেশ ঘিরে রাজধানীর পল্টন মোড়ে উত্তেজনার তৈরি হয়েছে। এ সময় পুলিশ দুপক্ষকে থামিয়ে পেছনে ফিরিয়ে দিলে উত্তেজনা কমে যায়। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একটি মিছিল জিপিও এলাকা থেকে এবং গাজীপুর জেলা ছাত্রদলের একটি মিছিল দৈনিক বাংলা থেকে পল্টন মোড়ের দিকে আসছিল।
এ সময় দুপক্ষই উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এতে দুপক্ষের মাঝে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় পাশে বেরিকেড দিয়ে দুপক্ষকে অনুরোধ করে দুই দিকে ফিরিয়ে দেয় পুলিশ।
পল্টন মোড়ে কর্তব্যরত পুলিশের পুলিশের উপ-পরিদর্শক কাওসার আলম বলেন, দুপক্ষ মিছিল নিয়ে পল্টন মোড়ে এলে তাদের অনুরোধ করে পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।