সাঁজোয়া যানসহ পুলিশের সতর্ক অবস্থান আমিনবাজারে
- পোষ্ট হয়েছে : ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ৪৪ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির নেতাকর্মী কাউকে দেখা যায়নি। তবে অবস্থানে রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আমিনবাজারে সাত প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে সাঁজোয়া যানসহ জলকামান। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকাগামী লেনে পুলিশকে সর্তক অবস্থান নিতে দেখা যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা প্রথমবার্তাকে বলেন, ‘সকাল থেকেই সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাত প্লাটুন পুলিশ মোতায়ন রয়েছে।’ নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শেষে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এর ধারাবাহিকতায় রাজধানীর চারটি প্রবেশ পথে বিএনপি অবস্থান কর্মসূচি ঘোষণা করে।