প্রথমবার্তা, প্রতিবেদক: আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সোমবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কথা জানান।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ দিয়েছিল।
এই দিন বিএনপিরও সারা দেশে সমাবেশ রয়েছে। তবে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ সমাবেশটি স্থগিত করে থানায় থানায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে।
জানান, কর্মসূচি বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। আমাদের কর্মসূচির পরবর্তী তারিখ ও স্থান নির্ধারণ করে পরে জানানো হবে। তবে এই দিন নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।