1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
তিল ধারণের ঠাঁই নেই কারাগারগুলোতে: ফখরুল
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:০৫ দিন

তিল ধারণের ঠাঁই নেই কারাগারগুলোতে: ফখরুল

  • পোষ্ট হয়েছে : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে শাসকগোষ্ঠী দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

 

ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারগুলো ভরে ফেলা হচ্ছে। কারাগারে এখন তিল ধারণের ঠাঁই নেই।

 

রোববার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার ও তাকে জামিন না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, সালাহ উদ্দিন আহমেদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে জামিন না দেওয়ার ঘটনা বর্তমান আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের আরও একটি বহিঃপ্রকাশ।

 

দেশে আইনের শাসনের ন্যূনতম প্রয়োগ নেই। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। তবে সরকারের চলমান অপশাসন থেকে রেহাই পেতে জনগণ এখন রাজপথের আন্দোলনকে তীব্র করতে সম্মিলিতভাবে রাস্তায় নেমে আসছে।

 

বিএনপি মহাসচিব বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর