সরকারের অন্তিমযাত্রা হবে তফশিল ঘোষণার দিন: রিজভী
- পোষ্ট হয়েছে : ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: নির্বাচনের তফশিল যেদিন ঘোষণা করা হবে সেদিনই সরকারের অন্তিমযাত্রা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াতাড়ি তফশিল ঘোষণা করাতে চাইবে। কিন্তু মনে রাখবেন, দেশের জনগণের দাবি সুষ্ঠু নির্বাচন, ভোটের অধিকার। তা অগ্রাহ্য করলে জনগণ সেটা মানবে না। ১৪ এবং ১৮ সালের নির্বাচন ছিল বিতর্কিত। বিশ্বের কোথাও সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। দেশে আগের মতো নির্বাচন আর হবে না। জনগণের তীব্র আন্দোলনে নিশিরাতের সরকারের পতন ঘটবে।’
ছাত্রলীগের ছাত্র সমাবেশের কড়া সমালোচনা করে রুহুল কবির বলেন, ‘ছাত্রলীগ নাকি মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে। তাদের নেতা যদি একটু বলতেন তারা মহাকাশে গিয়ে কি করবে। হাতুড়ি ও চাপাতি বাহিনীর সেখানে কাজ কি? সেখানে তো বিশ্বজিৎ নেই। সেখানে তো আবরার নেই। তাহলে চাপাতি ও হেলমেট বাহিনী সেখানে গিয়ে কি করবে?’
তিনি বলেন, ‘শুক্রবার ছাত্রলীগের সমাবেশ হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাও হয়েছে। এ শোভাযাত্রায় এত লোক হয়েছে যে সামনের রাস্তায় জায়গা হচ্ছিল না। অথচ আমাদের একদিনের প্রস্তুতি ছিল। আর ছাত্রলীগের সমাবেশে যাওয়ার জন্য গাড়ি, হোটেলের সিট, লঞ্চ ফ্রি করে দেওয়া হয়েছিল। হলের খাবার বন্ধ করে দিয়ে সেই খাবার সোহরাওয়ার্দীতে আনা হয়েছিল ছাত্রলীগকে খাওয়াবে বলে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।