1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
জামায়াত আমিরের নির্দেশনা শাপলা চত্বরে মহাসমাবেশ করতে
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:০৬ রাত

জামায়াত আমিরের নির্দেশনা শাপলা চত্বরে মহাসমাবেশ করতে

  • পোষ্ট হয়েছে : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক:  বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

 

শুক্রবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘শনিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’

 

তিনি বলেন, ‘অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’

 

ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমি দেশবাসীকে সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

 

কোনো মানুষকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সব জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

 

এদিকে আওয়ামী লীগ ও বিএনপি তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি পেলেও শাপলা চত্বরে সমাবেশের অনুমতি পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে জামায়াতকে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি প্রথমবার্তাকে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

 

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দের স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা যদি সমাবেশ করার চেষ্টা করে আইনগত ব্যবস্থা নেবো।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর