সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র
- পোষ্ট হয়েছে : ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ৫৪ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: দেশের রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ।
এ ঘটনায় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
বাংলাদেশ সময় শনিবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৮টায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।
সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে। অন্যদিকে, ব্যাপক সংঘর্ষের পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়তে ইসলামী।
ট্যাগ :