সিরাজগঞ্জের হাট-বাজারে ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শিয়ালকোল, বহুলী বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
স্থানীয়রা জানান, দুদিন আগে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হয়। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকায়। দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি বেড়েছে। আরও পড়ুন: কুষ্টিয়ায় পচা পেঁয়াজের কেজি ১০০
শিয়ালকোল বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুদিন ধরে পেঁয়াজের দাম বেড়েছে। দেশি পুরনো পেঁয়াজ এখন ১৮০-১৯০ টাকায় কিনতে হচ্ছে। খুচরা বাজারে ২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে আমাদের। সিরাজগঞ্জে পেঁয়াজের কেজি ২০০
একই বাজারের খোকন সেখ নামের আরেক ব্যবসায়ী জানান, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। যে কারণে আমরা চাহিদামতো পেঁয়াজ পাচ্ছি না। আমাদের কেনা দিয়ে বেচা। কেজিতে ১০ টাকা লাভ তো করতেই হবে।
খুচরা পেঁয়াজ বিক্রেতা ইয়ামিন জাগো নিউজকে বলেন, পুরনো দেশি পেঁয়াজ ২০০ টাকা কেজি বিক্রি করছি। আর নতুন পেঁয়াজ বিক্রি করছি ১২০-১৩০ টাকা কেজি দরে। দুদিন আগে পেঁয়াজের বাজার এতো ছিল না।
পেঁয়াজ কিনতে আসা ফাতেমা খাতুন বলেন, তিনদিন আগে পেঁয়াজ কিনেছি ১২০ টাকা কেজি। আজ কিনতে এসে দেখি ২০০ টাকা কেজি। দাম বেশির কারণে ৫০০ গ্রাম কিনলাম।