1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ দিন

মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (১৬ নভেম্বর) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুলতলী সীমান্ত এলাকার ৪৬-৪৭ পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম বেলাল। তিনি রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে মিয়ানমার ভূখণ্ডে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, বেলাল মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন। তার একটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ‘মাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। তিনি এখন কক্সবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, ‘সকালে এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গেলে মাইন বিস্ফোরণে আহত হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর