ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় আজ
- পোষ্ট হয়েছে : ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ৭৩ বার দেখা হয়েছে
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় আজ।
সোমবার (১ জানুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালত এ রায় ঘোষণা করবেন।
রায়ে ড. ইউনূস খালাস পাবেন এমন আশা করছেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেন নাই। কাজেই তারা খালাস পাবেন।
তবে রাষ্ট্রপক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। আশা করছেন, আসামিরা দণ্ডিত হবেন।
গত ২৪ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ঠিক করেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলায় চার্জ গঠন করা হয়।