1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
বাংলাদেশের নির্বাচন আজও স্থিতিশীল অবস্থায় আসেনি সিইসি কাজী হাবিবুল আউয়াল
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:০১ দিন

বাংলাদেশের নির্বাচন আজও স্থিতিশীল অবস্থায় আসেনি সিইসি কাজী হাবিবুল আউয়াল

  • পোষ্ট হয়েছে : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশের নির্বাচন আজও স্থিতিশীল অবস্থায় আসেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, সামান্য তিল পরিমাণ অনিয়ম হবে না তা কখনও বলা যাবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আইন-বিধিবিধান সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

সিইসি বলেন, সহিংসভাবে ভোট বিরোধী কিছু হলে, ভোট দিতে বাধা দিলে সংকট দেখা দেবে। এই সংকট প্রতিহত করতে হবে।যেকোনো মূল্যে কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে হবে। জাল ভোট দেওয়া, কালো টাকা ছড়ানোর চেষ্টা করা হয়- সেগুলো প্রতিহত করতে হবে।

যেকোনো কারণেই হোক ভোট নিয়ে অনাস্থা তৈরি হয়েছে। বিগত দুটি নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে বলেও জানান সিইসি।
সিইসি বলেন, প্রচার শুরুর পর থেকেই সহিংসতা হচ্ছে। কিন্তু ইসি হতাহতের ঘটনা দেখতে চায় না।

সিইসি বলেন, অনেকেই বলেন, ইসি চাইলে নির্বাচন আরও তিন মাস পিছিয়ে দিতে পারতো। তারা মনে করেন ইসি অনেক ক্ষমতাবান। কিন্তু এগুলো সত্য না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই।

বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু হতে হবে বলে বিদেশিরা বলে থাকেন। এটা তাদের বলার অধিকার আছে। সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে সেটা বিশ্বাসযোগ্য হতে হবে। নির্বাচনটা স্বচ্ছতার সঙ্গে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে বলেও মন্তব্য করেন কাজী হাবিবুল আউয়াল।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর