1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ দিন

ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন

  • পোষ্ট হয়েছে : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি এখন রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলায় প্রতিদিন ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ছুটে বেড়াচ্ছেন সবার দ্বারে দ্বারে।

ভোট চাওয়ার সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এলাকার নানান রকমের উন্নয়নের কথাও বলছেন। নির্বাচনে জয়ী হলে সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন-এমন কথাও বলছেন মাহি। তার কথা শুনে অনেকেই তাকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

মাহি তার নির্বাচনী প্রচারণায় ভোটাদের বাড়ি গেলে তারা তাকে সানন্দে গ্রহণ করছেন। এসব ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে।

আজ (১ জানুয়ারি) বছরের প্রথমদিনেও স্বামী রাকিব সরকারকে নিয়ে নির্বাচনী প্রচারণায় বেরিয়েছেন মাহি। এরই দুটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে। ছবিতে দেখা যাচ্ছে, নৌকায় চড়ে নদী পার হচ্ছেন মাহি। সঙ্গে রয়েছেন তার স্বামী রাকিব সরকার। ছবিতে আরও দেখা যাচ্ছে, মাহির হাতে রয়েছে, তার নির্বাচনের প্রতীক ‘ট্রাক’।

ছবি আপলোড করে মাহি একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন ‘বছরের প্রথমদিন নৌকায় করে ট্রাক পার হয়ে যাচ্ছে।’

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি। তিনি এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে দল মাহিকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

 

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর