1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
বাংলাদেশের 'এক ঢিলে দুই পাখি মারা'র সুযোগ করছে আইসিসি
সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৫৩ রাত

বাংলাদেশের ‘এক ঢিলে দুই পাখি মারা’র সুযোগ করছে আইসিসি

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

সামান্য কৌশল করে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইনের ‘দুর্বলতা’র সুযোগ নিয়েছেন ক্রিকেটাররা। এবার নিয়ম সংশোধন করে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য উদ্যোগী হয়েছে আইসিসি।

মূলত, এতদিন এক ঢিলে দুই পাখি মারার সুযোগ নিয়েছেন স্টাম্পের পেছনে থাকা উইকেটরক্ষক। কোনো ব্যাটার ব্যাট করার সময় তার ব্যাটে বল স্পর্শ করেছে কি-না এবং সেই বলটি যদি উইকেটরক্ষক তালুবন্দি করতে পারেন, সেটি বুঝতে কৌশলে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই রিভিউ নেওয়ার আবেদন জানাতে পারতেন তিনি।

মানে, যখন উইকেটরক্ষক সন্দেহ করতেন যে, বলটি ব্যাটে স্পর্শ করেছে; তখন তিনি বল তালুবন্দি করে স্টাম্পিং করতেন এবং আম্পায়ারকে স্টাম্পিংয়ের জন্য রিভিউয়ের আবেদন করতেন।

উইকেটরক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে টিভি আম্পায়াররা স্বাভাবিকভাবেই দুটি বিষয় চেক করতেন। একটি হলো, বলের সঙ্গে ব্যাটের সংযোগ হয়েছে কি-না, আরেকটি হলো- ব্যাটার পিচ লাইনের বাইরে ছিলেন কি-না। অর্থ্যাৎ কোনো ধরনের ঝুঁকি ছাড়াই দু্টি সুবিধা পেত ফিল্ডিং দল।

কারণ, যদি উইকেটরক্ষক শুধু কট বিহাইন্ড (ব্যাটে বল স্পর্শ করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ) এর আবেদন জানায়, তাহলে বল-ব্যাটে সংযোগ না হলে রিভিউ হারানোর নিয়ম আছে আইসিসির। এজন্যই তারা স্টাম্পিং করে বিনা ঝুঁকিতেই দুটি জিনিসের আবেদন জানাতে পারতেন।

আইসিসির নতুন নিয়ম কার্যকর হলে, এবার আর সেই সুবিধা পাবে না ফিল্ডিং দল। এই নিয়মে কট বিহান্ডের আবেদন জানাতে হবে আলাদা করে। শুধু স্টাম্পিংয়ের আবেদন করলে আম্পায়ার কট বিহাইন্ড চেক করবেন না।

 

 

 

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর