1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
এ আর রহমানের পেছনে কত খরচ হচ্ছে বিসিবির?
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:২৯ দিন

এ আর রহমানের পেছনে কত খরচ হচ্ছে বিসিবির?

  • পোষ্ট হয়েছে : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

অস্কারজয়ী ভারতীয় সংগীত তারকা এ আর রহমান। একাধারে তিনি সুরকার, সংগীত পরিচালক, গায়ক, গীতিকার। ভারতের চলচ্চিত্র জগতে তারকাদের তারকা। অস্কার জেতার পর ভারত, বাংলাদেশসহ বিশ্ববাসীর হৃদয়ে সুরের মাধ্যমে নিজের আসন পোক্ত করেন এ আর রহমান।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে সংগীতপ্রেমীদের অগণিত ভালোবাসা কুড়িয়েছেন এ আর রহমান। পাশাপাশি কয়েক হাজার কোটি রুপি সম্পদের মালিক হয়েছেন তিনি। কিন্তু কোনো লাইভ কনসার্ট বা ইভেন্টের জন্য কত টাকা পারিশ্রমিক নেন এই তারকা?

সিয়াসাত ডটকম জানিয়েছে, এক ঘণ্টার লাইভ কনসার্টের জন্য এ আর রহমান ১-২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩১ লাখ থেকে ২ কোটি ৬২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে থাকেন।

১৯৯২ সালে তামিল পরিচালক মণিরত্নম কফির বিজ্ঞাপন নির্মাণ করেন। এর জিঙ্গলসে সুর দিয়ে মাত করেন ২৫ বছর বয়সী এ আর রহমান। এরপর ‘রোজা’ সিনেমার সংগীত পরিচালনার সুযোগ পান তিনি। তামিল ভাষায় তৈরি এ সিনেমা হিন্দিতে ডাব করা হয়েছিল। দুই ভাষাতেই সিনেমাটির সব কটি গান দারুণ হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

 

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর