1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
মেসিও পারলেন না মায়ামিকে জেতাতে
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:২৬ দিন

মেসিও পারলেন না মায়ামিকে জেতাতে

  • পোষ্ট হয়েছে : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সাড়ে তিন বছর পর একই ড্রেসিংরুমে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে এবার বার্সেলোনার নয়, ইন্টার মিয়ামির ড্রেসিংরুমে তাদের দেখা গেছে একসঙ্গে। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে এলসালভেদরের বিপক্ষে বছরের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামবেন কিনা, সেটি অনিশ্চিত ছিল মেসির।

ভক্তদের হৃদয়ে থাকা মেসি ভক্তদের মন বুঝবেন না, তা কী করে হয়! কারণ, গত বছরের ১১ নভেম্বরে সর্বশেষ মেসিকে মাঠে দেখেছেন ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে। এর মধ্যে কেটে গেছে ৫৭ দিন। মেসিকে মাঠের খেলায় দেখার জন্য যে ভক্তদের তর সইছে না, সেটি তিনি নিজেও বুঝলেন। তার উপর উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের সঙ্গে এদিন মেসির জুটি গড়ার ম্যাচ। যে কারণে, সবাই চাইছিলেন, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা যেন ম্যাচটি খেলেন।

প্রস্তুতি ম্যাচে সাধারণত বেঞ্চের খেলোয়াড়দের উপর পরীক্ষা-নিরীক্ষা চালান ক্লাবের ম্যানেজাররা। তবে এদিন ইন্টার মিয়ামিকে দেখা গেলো পুুরোপুরি ব্যতিক্রম। পুরো শক্তি নিয়েই মাঠে নেমেছে মিয়ামি। কিন্তু মেসি-সুয়ারেজের পুনর্মিলনীর দিনে জিততে পারেনি মিয়ামি। গোলশুন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাবটিকে।

এদিন মেসিদের খেলাটি ছিল এলসালভেদরের মাঠে। প্রতিপক্ষের মাঠেও অধিকাংশই মেসির ভক্ত। মেসিকে মাঠে দেখে তারা খুশিতে আত্মহারা। ভক্তদের ভালোবাসায় সিক্ত মেসি খেলাও শুরু করেছিলের দুর্দান্ত। ম্যাচের ৫ মিনিটের মাথায় ডিফেন্সিভ হাফে একটি ফ্রি-কিক পেয়ে যান মেসি। এর পর ৩৬ মিনিটে গোলবারে দুটি শট নেন মেসি। তবে শট দুটি সেভ করেছেন এলসালভেদরের গোলরক্ষক।

ম্যাচের ৪০তম মেসির অ্যাসিস্ট থেকে বল পেয়ে দারুণ সুযোগ মিস করেছেন জর্দি আলবা। এদিন গোলে সহায়তার চেষ্টায় ছিলেন সুয়ারেজও। বেশ কয়েকবার পায়ে বল নিয়ে নিজের দক্ষতাও দেখিয়েছেন উরুগুয়ে ফরোয়ার্ড।

দীর্ঘদিন পর মাঠে নামার কারণেই হয়তো নিজের সেরাটা দিয়ে খেলতে পারেননি মেসি-সুয়ারেজ। তবে সামনের ম্যাচগুলোতে বার্সেলোনার সেই মেসি-সুয়ারেজকে দর্শকরা দেখতে পারবেন কিনা, সেটিই দেখার বিষয়।

ইন্টার মিয়ামির পরের ম্যাচ আগামী ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ ক্লাবের দল ডালাসের বিপক্ষে।

 

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর