রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৫
- পোষ্ট হয়েছে : ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ৩৩ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ২২২ ইয়াবা, ৭৩ গ্রাম হেরোইন ও পাঁচ কেজি ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ট্যাগ :