ঢাকা , বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ

  • পোষ্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ২০ বার দেখা হয়েছে

উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও দুই ছেলে।

রোববার (২১ জানুয়ারি) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে রাত ৯ টা ৩০ মিনিটে রওনা হন খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা থেকে রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। সঙ্গে তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন।’

খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন জানান, সম্প্রতি খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয়েছিল, যার ফলে তিনি বেশ কিছুদিন ধরে আইসিইউ ও সিসিইউতে ভর্তি ছিলেন। এছাড়া, ব্রেইনের বহির্ভাগে মেনিনজিওমা নামক টিউমার এখনো রয়েছে, যা পুরোপুরি সংকুচিত হয়নি।

সিঙ্গাপুরে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হবেন খন্দকার মোশাররফ। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ

পোষ্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও দুই ছেলে।

রোববার (২১ জানুয়ারি) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে রাত ৯ টা ৩০ মিনিটে রওনা হন খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা থেকে রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। সঙ্গে তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন।’

খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন জানান, সম্প্রতি খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয়েছিল, যার ফলে তিনি বেশ কিছুদিন ধরে আইসিইউ ও সিসিইউতে ভর্তি ছিলেন। এছাড়া, ব্রেইনের বহির্ভাগে মেনিনজিওমা নামক টিউমার এখনো রয়েছে, যা পুরোপুরি সংকুচিত হয়নি।

সিঙ্গাপুরে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হবেন খন্দকার মোশাররফ। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।