1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে বিএনপি নেতারা
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:১১ রাত

ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে বিএনপি নেতারা

  • পোষ্ট হয়েছে : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: সিলেটে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির সমাবেশ স্থল আলিয়া মাদরাসা মাঠে অবস্থান নিতে শুরু করেছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা। শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে নানা স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসতে শুরু করেন তারা। 

এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে একদিন আগেই সিলেটে চলে এসেছেন বিভাগের তিন জেলার বিএনপি নেতাকমীর্রা। তারা অবস্থান নেন বিভিন্ন কমিউনিটি সেন্টারে। আবার অনেকে সমাবেশস্থলে ক্যাম্প করে রাত যাপন করেন। 

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় কথা হয় বিএনপি সমর্থক রমজান আলীর সঙ্গে। তিনি এসেছেন সুনামগঞ্জের শাল্লা থেকে। রমজান আলী বলেন, ‘আমরা নৌকা যোগে গতকাল বিকেলে সিলেটে এসে পৌঁছাই। সানরাইজ কমিউনিটি সেন্টারে আমরা রাত যাপন করেছি।’

লামাবাজার এলাকায় একটি বিশাল মিছিল আসছিলো আলিয়া মাদরাসার দিকে। ওই মিছিলে অংশ নেওয়া তরুণ রাফি বলেন, ‘মৌলভীবাবাজর থেকে আমরা এসে পৌঁছেছি। কয়েক’শ মোটরসাইকেল নিয়ে আমরা সমাবেশে যোগ দিতে এসেছি।’ 

গোয়াইনঘাটের আব্দুর রহমান বলেন, ‘রাতে একটি বাস নিয়ে উপজেলা সদর থেকে যাত্রা শুরু করেছিলাম। বাসে উঠার পর পুলিশ আমাদের নামিয়ে দেয়। এরপর বিকল্প পথে সিএনজি অটোরিকশা নিয়ে আমরা সিলেট এসেছি।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সমাবেশের জন্য আমরা প্রস্তুত। নেতারা সিলেটে এসে পৌঁছাচ্ছেন। এখন কেবল সমাবেশ শুরুর অপেক্ষা।’

নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টার দিকে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেছেন।

সিলেট জেলা বিএনপি জানায়, গণসমাবেশের সব প্রস্তুতি শুক্রবার বিকেলের মধ্যেই শেষ করা হয়েছে। বিভাগজুড়ে ডাকা গণপরিবহন ধর্মঘটের কারণে একদিন আগেই ভরে গেছে আলিয়া মাদরাসা মাঠ। শুক্রবার বিকেলেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। রাতেও  মিছিল সহকারে বিভিন্ন স্থানে থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। শুক্রবার মধ্যরাত পর্যন্ত আলিয়া মাঠ হয়ে উঠে উৎসবের ময়দান।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর