1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে ধরনের নিষিদ্ধ করেছে
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০৭ রাত

মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে ধরনের নিষিদ্ধ করেছে

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার হলেন, অলরাউন্ডার ওয়েসলি মাদিভারে ও ব্রান্ডন মাভুতা। একইসঙ্গে তাদের গত তিন মাসের বেতনের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এছাড়া আরেক ব্যাটার কেভিন কাসুজাকেও সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে তার শরীরে ডোপ ট্স্টে করলে মাদকের উপস্থিতি পাওয়া যায়।

এদিকে মাদিভারে ও মাভুতার ডোপ টেস্ট করা হয় গত মাসে। তখন এই দুই ক্রিকেটারের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাদের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়। এরপর তারা নিজের স্বপক্ষে আপিল করেন। অবশেষে গতকাল বুধবার এই দুই ক্রিকেটারের আপিলের শুনানি হয়। সে শুনানিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির দেওয়া হয়।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই দুই ক্রিকেটার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এমন কাজের জন্য তারা অনুশোচনা করেছেন বিধায় তাদের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। এমন অভ্যাস থেকে বের হয়ে আসার জন্য তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছেন। দুই ক্রিকেটারের পুনর্বাসন প্রক্রিয়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের মেডিকেল কর্মকর্তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে বোর্ড থেকে।

গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জিম্বাবুয়ের হয়ে খেলেছেন মাদিভারে ও মাভুতা। মাদিভারে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন। কিন্তু মাভুতা খেলেছেন শুধু শেষ টি-টোয়েন্টিতে।

 

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর