1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
জাপানের যে উৎসবে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন নারীরা
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:২৯ দিন

জাপানের যে উৎসবে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন নারীরা

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

জাপানে প্রথমবারের মতো নগ্ন উৎসবে যোগদানের অনুমতি নারীদের
প্রথমবারে মতো নগ্ন উৎসবে যোগদানের অনুমতি পেয়েছেন জাপানে নারীরা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

আসন্ন বছরে অশুভ আত্মাদের তাড়ানোর জন্য প্রতি ফেব্রুয়ারিতে মধ্য জাপানের ইনাজাওয়া শহরের হাদাকা মাতসুরিতের শিন্টো মন্দিরে হাজার হাজার নগ্ন হয়ে উৎসব করে। প্রায় এক হাজার ২৫০ বছর আগে এই শহরে প্রথম এই উৎসব হয়েছিল। উৎসবে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। তবে জাপানি সংবাদমাধ্যমঅনুসারে, আয়োজকরা এবার প্রায় ৪০ জন নারীর একটি দলকে ২২ ফেব্রুয়ারিতে অংশ নেওয়ার অনুমতি দেবে।

তবে উৎসবে নারীরা সম্পূর্ণ পোশাক পরবেন। তারা বাঁশের ঘাসের আনুষ্ঠানিক নৈবেদ্য দেবে। উৎসবের মূল পর্বে তারা অংশ নেবেন না। ওই পর্বে পুরুষরা শুধুমাত্র ফান্ডোশি পরিধান করে, যা এক ধরনের ঐতিহ্যবাহী লেংটি। বন্দনা শেষে দুটি গ্রুপ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ‘নির্বাচিত ব্যক্তিকে’ স্পর্শ করার মাধ্যমে তারা তাদের দুর্ভাগ্য স্থানান্তর করবে।

 

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর