1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
বাংলাদেশসহ আসরের পরবর্তী ধাপ সুপার সিক্সে আর কারা খেলবে
শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১০ রাত

বাংলাদেশসহ আসরের পরবর্তী ধাপ সুপার সিক্সে আর কারা খেলবে

  • পোষ্ট হয়েছে : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

প্রথমবার্তা, প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে গতকাল। এরইমধ্যে মোট ১৬ দল থেকে ছিটকে গেছে ৪টি দল। বাংলাদেশসহ আসরের পরবর্তী ধাপ সুপার সিক্সে আর কারা খেলবে, সেটিও নিশ্চিত হয়ে গেছে।

 

৬টি করে দুটি গ্রুপে সুপার সিক্স পর্বে খেলবে মোট ১২ দল। এর মধ্যে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। টুর্নামেন্টের ফিকশ্চার অনুসারে বাংলাদেশের গ্রুপেও আছে ৬টি দল। এর মধ্যে যুবা টাইগাররা খেলবে দুুটি দলের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল ও পাকিস্তান।

 

গ্রুপপর্বে বাংলাদেশ খেলেছে ‘এ’ গ্রুপে। এই পর্বে ভারতের কাছে হারলেও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।

 

নিয়ম অনুযায়ী, সুপার সিক্সে ওঠা ‘এ’ গ্রুপের তিন দলের সঙ্গে যোগ দেবে ‘ডি’ গ্রুপের ৩ দল। মোট হবে ৬ দল। সে হিসেবে ‘ডি’ গ্রুপ থেকে উঠে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল যোগ হয়েছে বাংলাদেশের গ্রুপে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল খেলবে ‘ডি’ গ্রুপের প্রথম ও তৃতীয় দলের বিপক্ষে। সে হিসেবে বাংলাদেশ খেলবে নেপাল ও পাকিস্তানের বিপক্ষে।

 

সুপার সিক্সের খেলা শুরু হবে আগামীকাল ৩০ জানুয়ারি। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৩১ জানুয়ারি, ব্লুমফন্টেইনে। এদিন নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। জুনিয়র টাইগারদের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি, বেনোনিতে।

 

এই পর্বের খেলায় প্রথমপর্বের খেলার পয়েন্টও যোগ হবে। অর্থাৎ প্রতিটি দল প্রথমপর্বে যে পয়েন্ট পেয়েছে, সে পয়েন্ট সুপার সিক্সেও হিসেব করা হবে। বাংলাদেশের গ্রুপপর্বের ৪ পয়েন্ট এখানে যুক্ত করা হবে।

 

আগের পয়েন্ট ও সুপার সিক্সে খেলে পাওয়া পয়েন্ট একত্র করে যে দুই দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই সেমিফাইনাল খেলবে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর