1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
প্রয়োজনে জেলে যাবো, পালিয়ে যাবো না : কাদের
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ দিন

প্রয়োজনে জেলে যাবো, পালিয়ে যাবো না : কাদের

  • পোষ্ট হয়েছে : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
Obaidul Quader

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই। প্রয়োজনে জেলে যাবো, পালিযে যাবো না। পালানোর ইতিহাস বিএনপির নেতাদের।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওযামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পালাবার অভ্যাস তো বিএনপির। আমাদের কেউ পালিয়ে যায়নি। আওয়ামী লীগ ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবিলা করেছে। বঙ্গবন্ধু বলেছেন, এই দেশেতে জন্ম আমার এই দেশেতে মরবো, আমাদের জন্ম এই দেশে আমরা এই দেশেই মরবো।

‘জেলে যাবো, পালাবার পথ খুঁজবো না। এই দেশ থেকে পালাবো না। মুচলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে দেশ থেকে লন্ডনে পালিয়ে গেছে আপনাদের নেতা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পালানোর ইতিহাস তো আপনাদের। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবো। বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এজেন্ডা নিয়ে কর্মসূচি নিয়ে এগিয়ে যাবো।’

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর