1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
সংস্কৃতির মাধ্যমে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৯ দিন

সংস্কৃতির মাধ্যমে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

  • পোষ্ট হয়েছে : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

প্রথমবার্তা, ডেস্ক: চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আরব্য সংস্কৃতির মাধ্যমে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে। বাংলাদেশ টেলিভিশন(বিটিভি) ও টি-স্পোর্টসে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

কাতারের আল খোরের আল বায়েত স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই শুরু হয়ে যায় ফুটবলপ্রেমী জনগণের আনাগোনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান স্বচোখে দেখে নিজেদের ইতিহাসের পাতায় ঠাঁই দিতে চান ফুটবলপ্রেমীরা।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কানায়-কানায় পূর্ণ হয়ে যায় আল বায়েত স্টেডিয়ামের গ্যালারী। আরব্য সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আসরের ‘থিম সং’য়ের আয়োজন ছিল। পরে ২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’পরিবেশন করেন লিও বেবি।

মাঝখানে আবারও আরব্য সংস্কৃতি তুলে ধরা হয়। এরপর পর্দায় দেখা যায় কাতারের প্রেসিডেন্ট তামিম বিন হামাদ আল থানিকে। অল্প সময়ের একটি বক্তব্য দেন দেশটির প্রেসিডেন্ট। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনোর উপস্থিতিতে উদ্বোধন ঘোষণা করেন তামিম বিন হামাদ আল থানি।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর