1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
একীভূত করা ভালো দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে: অর্থমন্ত্রী
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৬ রাত

একীভূত করা ভালো দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে: অর্থমন্ত্রী

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

প্রথমবার্তা, প্রতিবেদক: দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো, তাই এটি হতেই পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে ও কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

দুর্বল ব্যাংকের একীভূতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো, এটি হতেই পারে।

 

আইডিয়া আছেই। দু-একটি তো একেবারেই কাজ করতে পারছে না, তাদের তো মার্জ করাই ভালো। যারা স্ট্রং তাদের সঙ্গে করা যেতে পারে। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হয়ে থাকে।

 

তিনি বলেন, যেখানে মুক্ত অর্থনীতি আছে সেসব দেশে তো সবসময় একীভূত হয়। একেবারেই কাজ করছে না, তার চেয়ে তো একটি ভালো ব্যাংকের সঙ্গে মার্জ করাই ভালো।

 

এটি হলো আইডিয়া। তবে এটি অবশ্যই সম্ভব। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে। এটার জন্য সময় দিতে হবে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর