পেনাল্টি থেকে বিশ্বকাপের ১ম গোল করলেন ভ্যালেন্সিয়া
- পোষ্ট হয়েছে : ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ৩০ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ছড়িয়েছে উত্তেজনা। প্রথম ম্যাচেই কাতারের বিপক্ষে মুখোমুখি হয়েছে ইকুয়েডর। আর স্বাগতিকদের বিপক্ষে গোল করে এবারের বিশ্বকাপে প্রথম গোলের খাতা খুললেন ইকুয়েডরের ভ্যালেন্সিয়া।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব খেলে এবারের বিশ্বকাপে সুযোগ করে নেয় ইকুয়েডর। ম্যাচের প্রথমার্ধের ১৬ মিনিটে ডি বক্সের ভেতর ভ্যালেন্সিয়াকে ফাউল করে বসেন কাতারি গোলরক্ষক সাদ আল সায়েব। আর তাতেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
স্পট কিক থেকে এই বিশ্বকাপের ১ম গোলটি করেন ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া। ম্যাচের ২৬ মিনিট পর্যন্ত এখনো ০-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইকুয়েডর।
ট্যাগ :