আজ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন শিক্ষার্থীরা
- পোষ্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ৮ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহতদের জন্য আজ বুধবার গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন তাঁরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে এ কর্মসূচি ঘোষণা করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তায় বলা হয়, ‘মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য ১৭ জুলাই দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল হবে।’
সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানানো হয় ওই বার্তায়।
এদিকে, মঙ্গলবার দিনভর সহিংসতার পর দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।
গত কদিন ধরেই রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চছে। সোমবার সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ২ জন, চট্টগ্রামে ৩ জন আর রংপুরে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।