1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ দিন

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

  • পোষ্ট হয়েছে : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

প্রথমবার্তা, প্রতিবেদক: ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

এর আগে গতকাল পরীক্ষা-নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ নিয়ে বিবৃতিতে মায়ামি বলেছে, ‘মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তার পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’

গতকাল মায়ামি কোচ জেরার্দো মার্তিনো মেসির মেডিকেল চেকআপের আগে জানিয়েছিলেন, মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির অন্তত পরবর্তী দুটি ম্যাচে পাওয়া যাবে না তাকে। ২৭ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমএলএসে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মায়ামি।

এর আগে মার্তিনো সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সে অ্যাঙ্কেল মচকে ফেলেছে এবং চোট ঠিক হয়নি। তাই পরীক্ষা-নিরীক্ষা এবং তার ফল পেতে অপেক্ষা করতে হবে। পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে। আমাদের কাইনসিওলজিস্ট (ফিজিও) ওয়াল্টার ইনসউরালদে জাতীয় দলেরও কাইনসিওলজিস্ট। পরীক্ষার ফল পাওয়ার আগে কোনো সিদ্ধান্তে আসার ব্যাপারে সে খুব সাবধানী।’

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ৬৪তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ডাগআউটে বেঞ্চে বসে মুখ ঢেকে কেঁদে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক। পরে ক্যামেরা ধরলে দেখা যায়, মেসির ডান অ্যাঙ্কেল বেশ ফুলে গেছে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর