1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
রামপুরা-বাড্ডায় পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ দিন

রামপুরা-বাড্ডায় পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ষ চলছে।

সারা দেশে ছাত্রদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে আজ(১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

 

এরপর বেলা ১১টার দিকে পুলিশ সড়ক অবরোধ মুক্ত করতে গেলে তাদের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার শুরু হয়। এক পর্যায়ে পুলিশে তাদের ছত্রভঙ্গ করেতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুরা ব্রিজে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করার পর বিটিভি ভবনের সামনে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্মীরা জড়ো হতে থাকে। এক পর্যায়ে বেলা ১১টা নাদাগ তারা বিক্ষোভরত শিক্ষার্থীদের ধাওয়া দেয় এসময় শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে পুরো এলাকায় সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষ চলাকালে একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাছাড়া রামপুরা ব্রিজে থাকা পুলিশ বক্সও ভাঙচুর করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর