1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
কোটা আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু: চীনা রাষ্ট্রদূত
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ দিন

কোটা আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু: চীনা রাষ্ট্রদূত

  • পোষ্ট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

প্রথমবার্তা, প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চলমান কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে  কোনো মন্তব্য করতে রাজি নই।

বৃহস্পতিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে  কোনো মন্তব্য করতে রাজি নই। আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। সহিংসতায় প্রাণ ও সম্পদহানি হয়ে থাকে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সরকারের এ সমস্যা সমাধানের সক্ষমতা রয়েছে।

আরেক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে উন্নয়ন সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশকে সহায়তা দেয়ার বিষয়টি উল্লেখ করেছেন। তবে কোন কোন খাতে সহায়তা দেয়া হবে, সে বিষয় ঠিক করতে উভয় পক্ষ কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮-১০ জুলাই চীন সফর করেন। সে বিষয়ে আলোচনা করতে চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর