1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৫০ বন্দী বিনিময়
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ দিন

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৫০ বন্দী বিনিময়

  • পোষ্ট হয়েছে : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

প্রথমবার্তা, ডেস্ক: রাশিয়া-ইউক্রেন ৫০ জন যুদ্ধ বন্দী সেনা বিনিময় করেছে।

এ তথ্য নিশ্চিত করেছে কিয়েভ এবং মস্কোর কর্মকর্তারা।খবর: রয়টার্স

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার ৫০ জন সেনাকে মুক্তি দিয়েছে।

অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেন, ইউক্রেন ৪৮ জন সেনা এবং দু’জন কর্মকর্তাকে ফেরত পেয়েছে।

এ সেনাদের মধ্যে নৌবাহিনী, পদাতিক, সীমান্তরক্ষী বাহিনী এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে।

ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের প্রধান ও মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুশিলিন জানিয়েছেন, এর আগেও তারা ৫০ জন করে বন্দী সেনা বিনিময় করেছেন।

প্রসঙ্গত, কিয়েভ এবং মস্কো এখন পর্যন্ত সহস্রাধিক বন্দী বিনিময় করেছে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর