1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
১০ বছর পর আইসিসির সভা বাংলাদেশে
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ দিন

১০ বছর পর আইসিসির সভা বাংলাদেশে

  • পোষ্ট হয়েছে : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

প্রথমবার্তা, প্রতিবেদক: সাল ২০১৪, সবশেষ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা। দশ বছর পর আবারও এদেশের মাটিতে বসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বৈঠক। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল গণমাধ্যমকে বিসিবি সভাপতি পাপন জানান, আগামী অক্টোবরে আইসিসির বোর্ড সভার ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ। পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

পাপন বলেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ সময়, কিছু জটিল সিদ্ধান্ত আছে, যেটার ওপর অনেক কিছু নির্ভর করবে। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যেই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’

১৯৯৮ সালের মিনি বিশ্বকাপের সময় বাংলাদেশে প্রথমবার বসেছিল আইসিসির বোর্ড মিটিং। অর্থাৎ, অক্টোবরে অনুষ্ঠিতব্য সভাটি বাংলাদেশে হতে চলা তৃতীয় বৈঠক।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর