কে হলেন নতুন ডিবিপ্রধান
- পোষ্ট হয়েছে : ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ৫৩ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব থেকে হারুন অর রশীদকে সরানো হয়েছে। তার স্থলে এখন থেকে দায়িত্ব পালন করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।
বুধবার (৩১ জুলাই) রাতে পুলিশ সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন হয়েছেন।
অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মহা. আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
এদিকে পৃথক আরেকটি আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার পদ মর্যাদার তিন কর্মকর্তার রদবদল হয়েছে। বিপ্লব কুমার সরকারকে ডিএমপির অপারেশন শাখা থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ, সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ থেকে গোয়েন্দা-উত্তর ও খোন্দরকার নুরুন্নবীকে গোয়েন্দা-উত্তর থেকে ডিএমপির অপারেশন শাখায় বদলি করা হয়েছে।